তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

রামগড় : ভোট ছাড়াই মেয়র হচ্ছেন আ.লীগের প্রার্থী কামাল

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অপর দুই প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান ও সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মনোনয়নপত্র দাখিল করেননি। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ হলে রফিকুল আলম কামাল হবেন রামগড় পৌরসভার মেয়র। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার দুপুর ১২টার দিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল শোডাউনের মধ্য দিয়ে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম আলীম উল্যাহ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র পদে একক প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি রফিকুল আলম কামাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে দেশের উন্নয়নের স্রোতধারায় রামগড়কে যুক্ত করাই হবে তার অন্যতম লক্ষ্য। ডিজিটাল পৌরসভা গঠনের পাশাপাশি পৌরবাসীকে হয়রানিমুক্ত শতভাগ সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করে তিনি পৌরবাসীকে সেবা দিতে চান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়