তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

রাজধানীর ফরচুন মার্কেট সিলগালা করল রাজউক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মালিবাগে ফরচুন মার্কেট সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মার্কেটের ৩টি গেটের ২টি তালাবদ্ধ করে দেয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। রাজউকের অথরাইজড অফিসার ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা অভিযানকালে উপস্থিত ছিলেন।
রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মোবারক হোসেন জানান, মঙ্গলবার ফরচুন শপিংমলসহ কয়েকটি স্থাপনায় অবৈধ অংশ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে মার্কেটের সেটব্যাকে দোকান নির্মাণ এবং চারপাশে ক্যান্টিলিভার করে বর্ধিত করা হয়- যা সম্পূর্ণ অবৈধ। উচ্ছেদকালে মার্কেটের মালিকপক্ষ এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ফলে মার্কেটের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ভবনের বাইরের ৩টি গেটের ২টি তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি আরো জানান, শান্তিনগরের ডোমইনো ভবনেও অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়