তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু গুনিনের শুটিং

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমার শুটিং শুরু করলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলিতে চলছে সিনেমার দৃশ্যধারণ। সিনেমার নাম ‘গুনিন’। এটি মূলত একটি ওয়েব ফিল্ম। পরিচালক জানান, সোমবার থকে শুরু হয়েছে সিনেমার শুটিং। ভোর ৪টায় শুরু হয় প্রথম দিনের কাজ। পরিচালক আগেই জানিয়েছিলেন, এবারের সিনেমাটি তিনি নির্মাণ করছেন গ্রামীণ প্রেক্ষাপটে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গুনিন ছোট গল্পকে সিনেমায় রূপান্তরিত করছেন পরিচালক। এই সিনেমার শুটিং সেটে একদমই ভিন্নরূপে পাওয়া গেছে সময়ের আলোচিত অভিনেতা শরিফুল রাজকে। অল্প বড় চুল, গোফ আর লুঙ্গি-গেঞ্জিতে ধরা দিয়েছেন তিনি। সিনেমায় আরো আছেন অভিনেত্রী পরীমনি। তিনি কবে থেকে শুটিংয়ে অংশ নেবেন তা জানাতে চাননি সিনেমা সংশ্লিষ্ট কেউ। কারণ এবারের শুটিংয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাবধানতা অবলম্বন করতে চান। শুটিংয়ের খবর পেয়ে যদি দর্শকের ঢল নামে তাতে শুটিংয়ে সমস্যা হতে পারে। সে কারণে আগে থেকেই কিছু পদক্ষেপ নিয়েছে শুটিং সংশ্লিষ্টরা। শুটিং স্পটে ১০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় উৎসুক জনগণ ভিড় জমাতে পারছে না। দূর থেকে শুটিং দেখতে হচ্ছে তাদের। পরিচালক জানান, ঝামেলা ছাড়াই শুটিং করতে পারছেন। উৎসুক দর্শকের কারণে এখনো কোনো বিড়ম্বনায় পড়েননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়