তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল : ১৩ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ১৬০ রোগী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় দিনে ভ্যাপসা গরম আর রাতে ঠাণ্ডা আবহাওয়ার কারণে শিশুরা নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিশু রোগীর চাপ কয়েকগুণ বেশি হওয়ায় বারান্দা, সিঁড়ি ঘরসহ বিভিন্ন স্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে গরমের মধ্যে।
এতে রোগীরা সুস্থ হওয়ার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে প্রায় ১৬০ জন রোগী ভর্তি রয়েছে। বহির্বিভাগে প্রতিদিন ৫শ শিশু রোগী চিকিৎসা নেয়।
গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ঘুরে এ চিত্র দেখা যায়।
বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনে ভ্যাপসা গরম আর রাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সদর হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রোগীর ভিড় বেশি।
বাড়তি রোগী সামাল দিতে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সমস্যায় পড়তে হচ্ছে। একজন নার্স দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রতিদিন ৫০-৬০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় ১৩ গুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
বহির্বিভাগে রোগীর চাপ অনেক বেশি। প্রতিদিন ৫শ শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের শিশু কনসালটেন্ট আসাদুর রহমান মালিক খোকন বলেন, আবহাওয়ার কারণে শিশুরা নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে। অভিভাবকদের সচেতন হতে হবে। বাচ্চাদের রাতে ঘুমানোর সময় খেয়াল রাখতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়