তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

চলে গেলেন হেঁটে হজে যাওয়া মহিউদ্দিন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার পল্লী থেকে পায়ে হেঁটে হজব্রত পালনকারী শতবর্ষী মো. মহিউদ্দিন গত সোমবার ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের দীঘিপাড়ার বাসিন্দা মো. মহিউদ্দিন ১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পায়ে হেঁটে পবিত্র মক্কা শরিফে উপস্থিত হয়ে হজ পালন করেন। সে জন্য যাতায়াতে তার প্রায় ১৮ মাস সময় লেগেছিল। ভারত, পাকিস্তান, ইরানসহ ৩০টি দেশ সফর করে তিনি পবিত্র কাবা ঘরে হাজির হন। সে সময় পাসপোর্ট ও ভিসার জন্য খরচ হয়েছিল ১ হাজার ২০০ টাকা। আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, বার্ধক্যজনিত কারণে সোমবার ভোরে তিনি তৃতীয় মেয়ের বাসায় মারা যান। সোমবারই বাদ জোহর জাতীয় উদ্যান রামসাগর বায়তুল আকসা মসজিদ প্রাঙ্গণে জানাজার পর দীঘিপাড়ার পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন আকসা মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠন গভীর শোক প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়