তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

উজানের ঊর্মিমালা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি বহুবার গায়ে মেখেছি, প্রভাতের সূর্যচূর্ণ
শরতের সিন্দুকে জমা থাকে যে আরাধনা-
তার পাশে রেখেছি নমিত চন্দ্রিমা রাত
তোমার স্নানের ঘ্রাণ বুকে নিয়ে যে উজ্জ্বল
ঊর্মিমালা; উজানে বয়ে যায়-
তাকেই পাঠ করেছি আনমনে, গোপনে।

পৃথিবীতে গোপনের প্রকৃত কোনো সংজ্ঞা নেই,
যেমন নেই জলের নিজস্ব রং
আর মানুষ রঙিন হয়ে উঠলে, মাটিও তার
মমতার রং পথে পথে জমা রেখে যায়।

আমি তোমাকেই দেবী ভেবে, পাশে রেখেছি
সকল অর্চনা। এই গোলক একদিন
জ্যোতির্ময় প্রেমের ঝলকে সূচি হবে,
তা ভেবেই দিয়েছি সুর আমার লিখিত পঙ্ক্তিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়