তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

আশ্বিনের শেষ বিকালে

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শরৎ এলে পাহাড়ের কাছে যেতে খুব ইচ্ছে হয়
বুনো মেঘ ছুঁয়ে যাবে নাক, গ্রীবা, স্তনাগ্র
আকাশের নীল মায়ায় চোখে জমবে
হীরার মতন শিশিরের দানা
পথের দু’পাশে শাদা ফুলের সমুদ্র দুলে উঠবে
শুভ্র সে ঢেউয়ে ভেসে ভেসে কার স্মৃতি
হুল ফুটিয়ে যাবে?

বছর বিশ আগে, আব্বার হাতে দেখেছিলাম
মাড় দেয়া একটি কড়কড়ে লাল ফ্রক
বিকালের পড়ে আসা রোদে পুজো মণ্ডপ থেকে
তখন ভেসে আসছিল উলু আর শঙ্খধ্বনী
আব্বা হাসিমুখে বললেন- ‘মাগো, শরৎ এসেছে!’
শিউলি ঝরে যায় দ্রুত, স্মৃতিতো মরে না
তার সুঘ্রাণে উতলা বুক
আমি তবে কার কাছে যাবো?
পাহাড়ে, নাকি ফেলে আসা শরতে?
আমার পথ দুদিকে চলে যায় সময়ের নির্মম স্রোতে
তবু শীতল চাঁদের মতন স্থির চোখে খেলা করে
একটি হৃদয়-ঘনিষ্ঠ স্মৃতি-
আশ্বিনের শেষ বিকালে লাল ফ্রক হাতে দাঁড়িয়ে আমার শ্বেতশুভ্র আব্বা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়