তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

অনুদানের সিনেমায় দীঘি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং। ইমদাদুল হক মিলনের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন আব্দুস সামাদ খোকন। এ প্রসঙ্গে নির্মাতা তিনি জানান এই সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রের নাম মৌ। এ চরিত্রেই অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি। দীঘিও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খোকন আঙ্কেলের নির্দেশনায় প্রথমবারের মতো সিনেমায় কাজ করছি। আমার কাছে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। যে কারণে চরিত্রটিতে অভিনয়ের জন্যও আমার মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ে যাবার পূর্বে নিজেকে মৌ চরিত্রের জন্যই প্রস্তুত করছি। জানি না কতটা ফুটিয়ে তুলতে পারব। তবে আমার ভীষণ রকম আন্তরিক চেষ্টা থাকবে।’ এই সিনেমার জন্য এরই মধ্যে শিল্পী অণিমা রায় কয়েকটি রবীন্দ্র সংগীত গেয়েছেন। ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার সংলাপ রচনা করেছেন আব্দুস সামাদ খোকন ও ইমদাদুল হক মিলন এবং চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। উল্লেখ্য, দীঘি অভিনয় করছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকে। শ্যাম বানেগালের পরিচালনায় এই বায়োপিক-এ তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত ‘চিঠি’। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়