২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

৫ নভেম্বর আসছে ডিপজলের দেশপ্রেমের সিনেমা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর সিনেমাটি দেশব্যাপী মুক্তি পাবে। অনেক দিন পর তার সিনেমা মুক্তি পাচ্ছে। গত ঈদুল ফিতরে করোনার মধ্যে তার সৌভাগ্য সিনেমাটি মুক্তি পেয়েছিল। ডিপজল ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি প্রায় এক দশক আগে নির্মাণ শুরু করেছিলেন। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে রাজনীতি, সমাজনীতির নানা অনিয়মের বিষয় তুলে ধরে একটি দেশপ্রেমের গল্প এতে উঠে এসেছে। নানা কারণে সিনেমাটি শেষ করতে দেরি হয়। তবে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে এখন এটি মুক্তি দিচ্ছেন। ডিপজল বলেন, এ সিনেমাটি নিয়ে আমার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করেছে। দেশের প্রতি আমাদের প্রত্যেকের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা সিনেমার আঙ্গিকে তা তুলে ধরতে চেষ্টা করেছি। সিনেমা শুধু বিনোদনই নয় এর দায়িত্বও রয়েছে। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে একটি উপভোগ্য গল্পের মাধ্যমে দেশপ্রেমের কথা বলতে চেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার সিনেমার প্রতি যেমন দর্শকের আগ্রহ রয়েছে, তেমনি সিনেমাটিও তাদের নিরাশ করবে না। তারা একটি ভালো সিনেমা দেখতে পাবেন। সিনেমাটিতে ডিপজল ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, রোমানা, আন্নাসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়