২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

মা ইলিশ সংরক্ষণ : ২০ লাখ ৩৬ হাজার মিটার জাল আটক করেছে নৌবাহিনী

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইলিশ প্রজনন মৌসুমে সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ ‘মা ইলিশ রক্ষা অভিযান- ২০২১’ এর অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে নৌবাহিনী আনুমানিক ৮ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ আটক করে। আটক এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দ ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। গত ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়