২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় কর্মকর্তাসহ ৫ সেনা নিহত

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মিরের পুঞ্চ সেক্টরে অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে পুঞ্চ সেক্টরের সুরানকোট এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামেন সেনাসদস্যরা। সেখানে কয়েকজন ভারী অস্ত্রধারী জঙ্গি অবস্থান করছে, গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সেখানে যান তারা। একপর্যায়ে অস্ত্রধারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয় সেনাদের।
সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, লুকিয়ে থাকা দুর্বৃত্তরা অভিযানকারী দলের ওপর ব্যাপক গুলি বর্ষণ করে। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদার চারজন গুরুতর আহত হন। পরে ওই পাঁচজন মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলে জানান প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়