২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : কিশোরগঞ্জে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে ও বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ভেড়ভেড়ী এলাকার সর্বস্তরের জনসাধারণ ভেড়ভেড়ী হাজিরহাটে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রিপল ভির প্রতিষ্ঠাতা পরিচালক রোমান আলী, অবসরপ্রাপ্ত বিডিয়ার সদস্য মাওদুদি আহম্মেদসহ সর্বস্তরের জনসাধারণ।
তারা বলেন, আমরা কোনো দুর্নীতি হতে দেব না এবং দুর্নীতিকারীকে প্রশ্রয় দেব না। এ মানববন্ধনে প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা মানি না মানব না। তারা বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়