করোনা আপডেট : মৃত্যু বেড়েছে শনাক্ত কমছে

আগের সংবাদ

নৌকা বেহাত, আছে বিদ্রোহীও

পরের সংবাদ

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ৯০ গ্রাম হেরোইন রাখার দায়ে ইউনুস আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুর ১টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৫ মার্চ গাংনী থানা পুলিশের একটি দল ৯০ গ্রাম হেরোইনসহ ইউনুস আলীকে আটক করে। পরে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দিনই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
রবিবার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইউনুস আলীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামি ইউনুস আলীকে আইনজীবী ছিলেন অ্যাড. মোসারফ হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়