করোনা আপডেট : মৃত্যু বেড়েছে শনাক্ত কমছে

আগের সংবাদ

নৌকা বেহাত, আছে বিদ্রোহীও

পরের সংবাদ

নাটোরে ইউপি নির্বাচন : দলীয় মনোনয়ন বাতিলের দাবি আ.লীগ নেতাকর্মীদের

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়সহ নানা অভিযোগ এনে নাটোরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়ার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সদর উপজেলার ৫নং বড় হরিশপুর ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা এই দাবি আনেন। তারা বলেন, ৫নং বড় হরিশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। তিনি এবং তার পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। তারা আরো জানান, ওসমান গনি এলাকায় প্রচার করছেন ৫০ লাখ টাকা দিয়ে তিনি মনোনয়ন পেয়েছেন। তারা বিভিন্ন সময়ে বাল্যবিয়ে বন্ধের নামে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, দলীয় সদস্যদের গায়ে হাত তোলাসহ নানা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এছাড়া সরকারি খাল খনন করে তার মাটি অন্যত্র বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ থাকা এবং ২০১৭ সালে ঈদ উপহারের ৭৫ বস্তা সরকারি চাল আত্মসাৎ করার চেষ্টা করে প্রশাসনের হাতে ধরা পড়ার বিষয়টিও তারা তুলে ধরেন। ইউনিয়ন পরিষদের সব সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। তার এসব কাজের জন্য ইউনিয়নের সব পর্যায়ের নেতাকর্মী তার পাশে নেই। এ ব্যাপারে ওসমান গনি ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়