ই-কমার্স নিয়ে অভিযোগের পাহাড় ভোক্তা অধিদপ্তরে : বর্তমানে ভোক্তায় অভিযোগ ২২ হাজার, ৩ মাসে অভিযোগ বেড়েছে ৯ হাজার

আগের সংবাদ

মিলছে টিকা, করোনায় স্বস্তি : তবুও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে মার্চের মাঝামাঝি পর্যন্ত

পরের সংবাদ

২০৫০ সালে জ্বালানির বৈশ্বিক ব্যবহার বাড়বে ৫০ শতাংশ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বর্তমান নীতিমালা ও প্রযুক্তির ব্যবহার চলমান থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বাড়বে বলে জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল এনার্জি আউটলুক ২০২১-এ এ ইঙ্গিত দেয়া হয়। খবর আনাদোলু এজেন্সি।
ইআইএ জানায়, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশেষ করে এশিয়া অঞ্চলে উন্নয়নশীল অর্থনীতির ফলে বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারের পরিমাণ বাড়বে। মহামারি-সংক্রান্ত চাহিদা হ্রাস ও দীর্ঘমেয়াদি টেকসই জ্বালানি উন্নয়ন সত্ত্বেও এ প্রবৃদ্ধি ঘটবে বলে ধারণা করছে ইআইএ।
বিদ্যমান আইন ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুসারে জ্বালানির ব্যবহার নিয়ে পূর্বাভাস ইআইএর উদ্ধৃতিতে জানা যায়, ২০৫০ সাল নাগাদ জ্বালানির সব খাতের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি বাড়বে। এ সময় জ্বালানি ব্যবহারের সবচেয়ে বড় উৎস হিসেবে স্থান দখল করে রাখবে তরল জ্বালানিগুলো। বিশ্বব্যাপী শিল্প ও পরিবহন খাতে চাহিদা বৃদ্ধির ফলে তরল জ্বালানির ব্যবহার বাড়বে।
ইআইএ ভারপ্রাপ্ত প্রশাসক স্টিফেন ন্যালি জানান, যদিও এ সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে। জ্বালানি ব্যবহারের নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন অথবা প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার পূর্বে ২০৫০ সাল নাগাদ জ্বালানি সম্পর্কিত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বাড়তে থাকবে।
ইআইএর পূর্বাভাস অনুযায়ী অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-বহির্ভূত দেশগুলোতে ২০৫০ সাল নাগাদ বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাবে দ্বিগুণ মাত্রায়। যদিও বৈদ্যুতিক গ্রিডের উল্লেখযোগ্য অংশ হিসেবে ভূমিকা রাখবে প্রাকৃতিক গ্যাস, কয়লা ও ব্যাটারি।
জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুতগতির অর্থনীতির ফলে ইআইএর ধারণা মতে, তরল জ্বালানি ব্যবহার সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এশিয়ার ওইসিডি-বহির্ভূত দেশগুলোতে। এসব দেশে ২০২০ সালের তুলনায় ২০৫০ সাল নাগাদ জ্বালানির ব্যবহার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়