ই-কমার্স নিয়ে অভিযোগের পাহাড় ভোক্তা অধিদপ্তরে : বর্তমানে ভোক্তায় অভিযোগ ২২ হাজার, ৩ মাসে অভিযোগ বেড়েছে ৯ হাজার

আগের সংবাদ

মিলছে টিকা, করোনায় স্বস্তি : তবুও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে মার্চের মাঝামাঝি পর্যন্ত

পরের সংবাদ

নিঃসঙ্গ প্রবীণদের নিয়ে রিসাইকেল বিনের সারাদিন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান’ পরিচালিত ‘প্রবীণ নিবাসে’ কাটলো অন্যরকম এক দিন। দেশের সাড়া জাগানো অপ্রয়োজনীয় ও ব্যবহৃত পণ্যের ভার্চুয়াল হাট রিসাইকেল বিনের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে প্রবীণ নিবাসে যেন প্রাণের মেলা বসেছিল। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবীনরা কয়েক ঘন্টার জন্য তাদের পরিবারকেই যেন কাছে পেয়েছিলেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যতিক্রমী সব পদক্ষেপ, মানুষের প্রয়োজনে পাশে থাকা, দাতা-গ্রহীতা নয় সাধ্য অনুযায়ী বিনিময় প্রথার প্রচলন করে লাখো হৃদয়ে জায়গা করে নেয় গ্রুপ রিসাইকেল বিন। সহযোগী মনোভাব নিয়ে যাত্রা শুরু করে এই গ্রুপ আজ প্রায় ১২ লাখ মেম্বারের এক বিশাল কমিউনিটি। রিসাইকেল বিনের জন্মবার্ষিকীর এই দিনে আসুন মায়া ছড়াই শিরোনামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসাইকেল বিন এর এডমিন প্যানেল, বেশ কিছু সমাজসেবী, সেচ্ছাসেবক।
দিনব্যাপী এই কার্যক্রমে ছিল নবীনদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা, বরেণ্য সাইকিয়াট্রিস্ট এর মাধ্যমে মানসিক স্বাস্থ উন্নয়ন বিষয়ক কাউন্সিলিং, প্রবীনদের জীবন থেকে নেয়া কিছু অভিজ্ঞতা শেয়ারিং, কেক কাটা, নবীন-প্রবীণ অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, পুরনো দিনের গান, বাউলগান এবং ম্যাজিক শো। অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এর সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রিসাইকেল বিনকে শুভকামনা জানিয়ে বলেন, নবীন প্রবীণ সম্পর্ক আরো জোরদার করতে এধরণের ব্যাতিক্রমী পদক্ষেপ আরো দরকার। বর্তমান সরকার প্রবীণদের কল্যানে অনেক কিছু করেছে তবে যতদিন যুবসমাজের সাথে সম্পর্ক দৃঢ় না হবে, বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা আরো বাড়বে এবং তাদের সংকুলান করা কঠিন হয়ে পড়বে। রিসাইকেল বিন এর প্রতিষ্ঠাতাও এডমিন ফ্লোরিডা শারমিন ও মাসুম আব্দুল্লাহ নবীনদের পক্ষ থেকে সমাজের প্রত্যেক স্তরে আবেগ-অনুভূতি-মায়া ছড়ানোর কার্যক্রমে নেতৃত্ব দেয়ার অঙ্গীকার করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কুরিয়ার লিমিটেড এর সিইও বিপ্লব জি রাহুল ও বিভিন্ন বরেণ্য সব স্টার্টআপের সত্ত্বাধিকারীরা। প্রত্যেক নিবাসী প্রবীণের জন্য নকশিকাঁথা, রকমারি ফল, স্যানিটাইজার ও মাস্ক উপহার দেয়া হয় গ্রুপের পক্ষ থেকে। এছাড়াও ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীরা পান ক্যানভাস, তুলি ও ছবি আঁকার বিভিন্ন উপকরণ। দুবেলা আপ্যায়নের ব্যবস্থাও ছিল বর্ষপূর্তির এই অনুষ্ঠানে। ম্যাজিক শো ও গানের আয়োজনে মন খুলে অংশ নিতে দেখা গেছে প্রবীণদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়