ই-কমার্স নিয়ে অভিযোগের পাহাড় ভোক্তা অধিদপ্তরে : বর্তমানে ভোক্তায় অভিযোগ ২২ হাজার, ৩ মাসে অভিযোগ বেড়েছে ৯ হাজার

আগের সংবাদ

মিলছে টিকা, করোনায় স্বস্তি : তবুও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে মার্চের মাঝামাঝি পর্যন্ত

পরের সংবাদ

করোনায় ৬ লাখ মৃত্যু দেখল ব্রাজিল

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো। লকডাউন, কোভিড টিকা কার্যক্রম এবং ভাইরাস নিয়ন্ত্রণে বলসোনারো সরকারের উদাসীনতাকে দেখছেন দেশটির সাধারণ মানুষ। এদিকে দেরিতে হলেও করোনার সংক্রমণ রোধে টিকা কার্যক্রম জোরদার করেছে সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, কোভিড প্রতিরোধী টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ব্রাজিলের ৭০ শতাংশ মানুষ। সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির এপিডেমিওলজি বিভাগের প্রধান আলেকজান্দ্রে নাইম বারবোসা বলেন, ভ্যাকসিন না নেয়ার প্রবণতা ব্রাজিলের জনগণের মধ্যে খুবই কম লক্ষ্য করা যাচ্ছে।
এক্ষেত্রে সংক্রমণ মোকাবিলায় ব্রাজিল সরকার সফলতা পাচ্ছে মনে করেন তিনি।
এদিকে ব্রাজিলে নতুন করে একদিনে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। একইদিন মারা গেছেন ছয় শতাধিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়