ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি গত ৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন। এর ফলে সাউথইস্ট ব্যাংকের সব শাখা এবং উপশাখায় গ্রাহকরা অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং সরকারি অন্যান্য ফি জমা দিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়