ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

পূজাতে মুক্তি পেলেই ছবি সফল হয় : অঙ্কুশ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মফস্বলের পূজা থেকে শহরের পূজা কিছুটা হলেও আলাদা। কিন্তু পূজার গন্ধ, অষ্টমীর সকালে নিয়ম করে অঞ্জলি দেয়া জায়গা বদলে গেলেও, বদলে যায়নি নিয়মগুলো। বর্ধমানের ছেলে আমি। কিন্তু বেশ কয়েক বছর হলো কলকাতায় পূজা কাটাচ্ছি। বিগত কয়েক বছরে আরো একটা নিয়ম জুড়ে গিয়েছে পূজার সঙ্গে। ২০১৬ থেকে পরপর দুর্গাপূজাতে আমার ছবি মুক্তি পেয়েছে। ‘জুলফিকার’, ‘বলো দুগ্গা মাইকি’, ‘ভিলেন’। পূজাতে মুক্তি পেলেই দেখি ছবি সফল হয়। এমন একটা মন তৈরি হয়েছে আমার। গত বছরটা অন্য রকম ছিল। ছবি মুক্তির চাপ ছিল না। আমি আর ঐন্দ্রিলা শহর থেকে দূরে দুবাই চলে গিয়েছিলাম। সময় কাটিয়েছিলাম নিজেদের মতো করে। কিন্তু এ বার অল্প হলেও পরিস্থিতি বদলেছে। আবার সেই চিরাচরিত উত্তেজনা। সকালে উঠে যখন জানালার ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখি মনটা ভালো হয়ে যায়। অপেক্ষা করতে ইচ্ছে করে পূজার জন্য। অবশ্য তারও একটা কারণ আছে। পূজার সময় এ বার ‘এফআইআর’ মুক্তি পাবে। ‘ম্যাজিক’-এর পর এই ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পূজায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়ার সঙ্গেই ছবি দেখাও অপরিহার্য। সেই আমেজই এবার ফিরিয়ে আনবে ‘এফআইআর’। আগে যখন পূজাতে ছবি মুক্তি পেত, আমরা সবাই মিলে প্রেক্ষাগৃহে যেতাম। মানুষের সঙ্গে কথা হতো, দেখা হতো। ছবি নিয়ে তাদের মতামত জানতাম। সে এক অন্যরকম আনন্দ! এখন সেই সব কিছুই স্মৃতি। তবে এবারও পূজার চার দিন কোনো কাজ রাখিনি। ওই দিনগুলো পুরোপুরি নিজের জন্য। পরিবারকে সময় দেব। ঐন্দ্রিলার সঙ্গে কিছুটা সময় কাটাব। আমরা ছুটি পেলেই বেরিয়ে পড়ি। ‘এফআইআর’-এর প্রচারের কাজ শেষ হয়ে গেলে দুবাই চলে যেতে পারি এবারও। নিজেদের মতো করে থাকব। আর তার সঙ্গেই মন মতো খাওয়া-দাওয়া করব। সারা বছর চেহারা ঠিক রাখার জন্য সে ভাবেই কিছুই খেতে পারি না। পূজাতে রোজ না হলেও দু’এক দিন তাই ডায়েট ফাঁকি দেবই! আর পূজায় যদি কলকাতায় থাকি তা হলে এক দিন প্রেক্ষাগৃহে যাবই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়