ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন : রাণীনগরে নৌকা পেলেন যারা

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন রয়েছে। রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন চন্দ্রনা সারমিন, ২নং কাশিমপুর ইউনিয়নে আলমগীর হোসেন, ৩নং গোনা ইউনিয়নে আব্দুল খালেক, ৪নং পারইল ইউনিয়নে নূরে আলম সিদ্দিকি (দুলাল), ৫নং বড়গাছা ইউনিয়নে আব্দুল মতিন, ৬নং কালিগ্রাম ইউনিয়নে সুবাস চন্দ্র সরকার, ৭নং একডালা ইউনিয়নে শাহজাহান আলী, ৮নং মিরাট ইউনিয়নে জিয়াউর রহমান।
এই উপজেলায় ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ। এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ৮টি ইউপিতে নতুন মুখকে (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী রাণীনগরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়