ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

কয়রায় ৪২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের মাংসসহ আব্দুর রহমান সবুজ (২০) নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর রাত পৌনে ৪টার দিকে থানার এসআই (উপপরিদর্শক) মো. সোহাইল হোসাইনের নেতৃত্বে কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মহেশ্বরীপুর ইউপির সুন্দরবনসংলগ্ন তেঁতুলতলার চর গ্রামের সাঈদ গাজীর বসতবাড়ির পাশ থেকে ৪২ কেজি হরিণের মাংসসহ আব্দুর রহমান সবুজকে আটক করে।
পরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
এ ব্যাপারে বন আইনে কয়রা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়