ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

ইউপি নির্বাচন : ফটিকছড়ি > নৌকা পেতে কেন্দ্রে ৯০ নেতার লবিং

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ৯০ জন নেতা নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছেন। মনোনয়নপ্রত্যাশী এসব নেতা উপজেলা আ.লীগ বরাবরে আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্র জেলা আ.লীগের অনুমোদনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মনোনয়নপ্রত্যাশী এসব নেতা দলের টিকেট নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করে লবিং চালিয়ে যাচ্ছেন।
এতে বাগানবাজার ইউনিয়নের নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান রুস্তম আলী ছাড়াও ডা. শাহাদাদ হোসেন সাজু, রফিকুল ইসলাম। দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, নুরুল আলম, জয়নাল আবেদীন, ইসমাইল মজুমদার, মাস্টার জয়নাল, সাংবাদিক আবু মনছুর। নারায়ণহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুণ রশিদ, সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম, মাস্টার রতন কান্তি চৌধুরী, নুরুল আমিন, খোরশেদুল আলম মামুন, বাবলু বিশ্বাস, বিকাশ কান্তি নন্দি, ইদ্রিছ আলম। হারুয়ালছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান সরোয়ার আজম, জুলফিকার আলী ভুট্টো, রবিউল হোসেন সিকদার রুবেল, কাজী রহমত উল্লাহ। পাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সিকদার, তসলিম বিন জহুর, শফিউল আজম, হাবিবুল্লাহ চৌধুরী সাবু, মোজাহারুল ইসলাম, বেলাল উদ্দিন, রাইসুল ইসলাম এমিল, সাদেক আলী সিকদার শুভ।
কাঞ্চননগর ইউনিয়নের আসাদুজ্জামান তানভির, মো. জানে আলম, এ টি এম আমান উল্লাহ, দিদারুল আলম। সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ, দিদারুল বশর চৌধুরী দুুদু, রেজাউল করিম চৌধুরী, আমাল উল্লাহ চৌধুরী লিটন, জসিম উদ্দিন, শহিদুল্লাহ, মেজবাহ উদ্দিন সিকদার, ফরিদ সিকদার। লেলাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, জসীম উদ্দিন মুহুরী, আবুল হাসান বাবুল, মাসুদ করিম, ওয়াহিদুল আলম, সাইফুদ্দিন মাহমুদ।
রোসাংগিরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, সাবেক চেয়ারম্যান শফিউল আলম, সেলিম জাবেদ, আব্দুস সালাম, আলাউদ্দিন, তারেক নেওয়াজ পলাশ, মোফাচ্ছের হোসেন। বক্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম সোলায়মান, সাবেক চেয়ারম্যান ফারুকুল আজম, মুজিবুর রহমান স্বপন, জালাল হোসেন, আব্বাস উদ্দিন বাদল, মীর মোরশেদুল আলম। ধর্মপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, মো. মাসুদ, মোরশেদুল আলম, মো. সরোয়ার। জাফতনগর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল হালিম, জিয়া উদ্দিন, শফিউল আলম, জিন্নাত আলী, আফাজ উদ্দিন, শহিদুল ইসলাম, মো. সেলিম, ফয়েজ উল্লাহ মুজিব, জাহাঙ্গীর আলম। সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুণ রশিদ ইমন, শাহনেওয়াজ, নাসির উদ্দিন চৌধুরী, এডভোকেট মঞ্জুরুল আজম, সাইফুল ইসলাম মনজু, আব্দুস সবুর, মো. রফিক, ইউসুফ ফিরোজ, মোকাররম হোসেন, হানিফ হোসেন।
আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল আলম, এস কে এম সেলিম, আব্দুল মাবুদ, এডভোকেট নাসির উদ্দিন মহসিন, মো. তৈয়ব আলী।
উল্লেখ্য, ফটিকছড়ির ১৮ ইউনিয়ন ও ২টি পৌরসভার মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১১ নভেম্বর ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়