ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

আজকাল পূজার সময় পুরনো জামাও পরি : ব্রাত্য বসু

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এখন কলকাতায় থাকি পূজার সময়। নিজের বিধানসভা এলাকায় কয়েকটি পূজায় যাই। আর অপেক্ষা করি, পূজা মিটলে তবে শহর ছেড়ে অন্য কোথাও যাব। করোনার এই সময়ে অবশ্য বেড়ানো মানেও সেই শান্তিনিকেতন। তার বেশি দূরে যাচ্ছি না। আগে অনেক দূরে যেতাম। এক কালে পূজা মানেই ছিল জঙ্গলে বেড়াতে যাওয়া। পূজার বেড়ানো আলাদা আনন্দের। সে যেখানেই যাওয়া হোক না কেন! ছোটবেলায় পূজা কাটত পাড়ায়। তখন কলকাতা ছেড়ে কোথাও যেতাম না। শৈশবে মণ্ডপের পাশে আইসক্রিম, ফুচকা আর বন্ধুদের সঙ্গে ক্যাপ ফাটানো। তার পরে কৈশোরে পাড়ার পূজায় সুন্দরীর ভিড় টানত। স্বাভাবিক ভাবে সেখানেই আনন্দ। সে সময়ে নতুন জামা পরার শখও ছিল বেশি। কোন দিন কোন জামা পরব, আগে থেকে ঠিক করে রাখতাম। বিভিন্ন বাড়িতে যেমন পূজার চার দিন খুব রান্নাবান্না হতো, আমাদের সে রকম কোনো রীতি ছিল না। আর একটু বড় হতেই থিয়েটার হয়ে উঠল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পূজার সময়ও নাটকের শো থাকত। তাই কলেজের বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য ঠেলতে হতো নবমীর দিনে। সপ্তমী-অষ্টমী শো করে, নবমীর দিন ট্রেনে উঠতাম। পূজার ভিড় তখন আর ভালো লাগত না। তখন থেকে পূজার জামার টান কমেছে। পূজা অন্য ধরনের হয়ে উঠল। মূলত কাজের মধ্যেই কাটত। এখনো সে ভাবেই কাটে। আজকাল পূজার সময়ে পুরনো জামাও পরি। কাজই প্রাধান্য পায়। নিজের এলাকার বিভিন্ন পূজামণ্ডপে অনেকটা সময় কাটে এখন। তবে উদ্বোধনের দায়িত্ব আর নিচ্ছি না। গিয়ে পূজা দেখে আসি। সবার সঙ্গে থাকি। আমার পরিবারে বিশেষ পূজা দেখার উৎসাহ নেই। তাই এই ক’টা দিন বাড়িতে কম সময় দিতে পারলেও কেউ অভিমান করেন না। সুযোগ পেলে বের হই। আর একসঙ্গে ভোগ খাওয়া হয়। পূজার সময়ে কাজ করা আমার জন্য নতুন নয়। আমি যে প্রথম ছবি বানাই, ‘রাস্তা’, তার শুটিংও হয়েছিল সপ্তমীর দিন। আরো বহু সময় বহু কাজ করেছি পূজার দিনেই। পূজায় কাজ করলে যে অন্য অনেক কিছু বাদ পড়ে যাবে, এমন কখনো মনে হয় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়