বিজিএমইএ সভাপতি : বন্ধ মিল চালু হলে ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব

আগের সংবাদ

খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ : সরকারি হিসাব মতে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবুও চালসহ খাদ্যপণ্য আমদানি করতে হয়

পরের সংবাদ

সীতাকুণ্ডের ৯ ইউপি নির্বাচন : আ.লীগের মনোনয়ন পেতে তৎপর ৫০ নেতা

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

খাইরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে : আগামী ১১ নভেম্বর সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন নির্বাচনকে ঘিরে উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। একটি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সীতাকুণ্ড উপজেলা। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে নানামুখী তৎপরতা শুরু করেছেন। এবারের নির্বাচনে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রায় ৫০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী তৎপরতা চোখে পড়লেও কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তে হতাশায় বিএনপি। উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, যাচাই-বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ১১ নভেম্বর। তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীদের তৎপরতায় সীতাকুণ্ডে নির্বাচনী আমেজ বেশ জমে উঠেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন জানান, ৯টি ইউনিয়নে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের সমন্বয়ে বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীদের তালিকা করে তা পাঠানোর জন্য নিদের্শনা দেয়া হয়েছে। তালিকাটি উত্তর জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। সেখানে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থিতা চূড়ান্ত করবেন। ৪নং মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম জানান, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মুরাদপুর ইউপি থেকে থানা কমিটির মাধ্যমে ৫ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সেক্রেটারিসহ ৫ জনের প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী খোরশেদ আলম জানান, ২ বারের নির্বাচিত মেম্বার তিনি। দীর্ঘদিন ধরে দল ও জনগণের জন্য কাজ করেছি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আশাবাদী। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়া দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়