বিজিএমইএ সভাপতি : বন্ধ মিল চালু হলে ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব

আগের সংবাদ

খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ : সরকারি হিসাব মতে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবুও চালসহ খাদ্যপণ্য আমদানি করতে হয়

পরের সংবাদ

দুদকের মামলা : জামিন পাননি সাবেক ওসি প্রদীপ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে জামিন আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ মামলার অন্য আসামি প্রদীপ কুমার দাশের স্ত্রী পলাতক চুমকি কারণের বিরুদ্ধে গেজেট বিজ্ঞপ্তি জারির আদেশ দিয়েছেন আদালত। শুনানির সময় প্রদীপ দাশকে আদালতে হাজির করা হয়।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, জামিনের আবেদন শুনানিতে আমরা আপত্তি করেছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। যেহেতু অপর আসামি ওনার স্ত্রী পলাতক, তাই দুদক আইন অনুসারে আমরা গেজেট নোটিফিকেশনের আবেদন করেছি। আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। আগামী ৭ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। গত ২৮ জুলাই মামলার বাদী দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়