যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

পেটে কিলোখানেক স্ক্রু-পেরেক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মাদকাসক্ত ছিলেন তিনি। মাদক ছাড়ার মনস্থির করেন। তবে মাদক ছাড়ার পর তিনি গিলতে শুরু করেন পেরেক ও স্ক্রু। গত শুক্রবার লুথিয়ানার ওই ব্যক্তির পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এক কিলোগ্রামের বেশি পেরেক ও স্ক্রু বের করেছেন চিকিৎসকরা। খবর এএফপির। রোগীর গোপনীয়তা সুরক্ষার শর্ত মেনে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি মদ ছাড়ার পর এসব পেরেক, স্ক্রু গিলতে শুরু করেন। তবে কোন চিন্তা থেকে তিনি এ কাজ করেছেন, তা জানা যায়নি। ঘটনাটি লুথিয়ানাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। তলপেটে তীব্র ব্যথা নিয়ে ওই ব্যক্তি কয়েক দিন আগে বন্দরনগরী ক্লাইপেদার একটি হাসপাতালে ভর্তি হন। তার পেটব্যথার কারণ খুঁজে দেখতে এক্স-রে করেন চিকিৎসকরা। এক্স-রে দেখে তো চিকিৎসকদের চক্ষু ছানাবড়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়