যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

পর্তুগাল যাচ্ছেন সুমি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : পর্তুগালের পোর্তোতে আগামী ২৭ অক্টোবর বসছে বিশ্বের অন্যতম বড় সংগীত সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো’ (ওম্যাক্স)। এ সম্মেলনে বাংলাদেশে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি। ইতোমধ্যে কনফারেন্স থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এ উদ্দেশে আগামী ২০ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। প্রথমে যাবেন সুইজারল্যান্ড। সেখানে একটি মিটিংয়ে অংশ নেবেন তিনি। আমন্ত্রণের বিষয়ে সুমী বলেন, ‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে আমরা অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সের জুরি সদস্য। সেই সূত্রে টড এবার আমাকে এই উৎসবে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’ পর্তুগালে এ আয়োজনটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। জানা যায়, এবারের কনফারেন্সে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেবেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয় এটিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়