যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

নৌকা চান সাবেক বিএনপি নেতা, তৃণমূলের আপত্তি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন সিংগাইর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল প্যানেলের নাট্যবিষয়ক সম্পাদক। পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে গত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যর্থ হয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগদান করে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভপতি হন। এবার তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে দেওয়ান মো. রিপন। জানা গেছে, গত ৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেওয়ান মো. রিপন। ওই দিন বিকালে আওয়ামী লীগের বর্ধিত সভায় মো. রিপনের প্রার্থিতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আপত্তি তোলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব আলী পোদ্দার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিল্টু। তারপরেও তিনি কতিপয় দায়িত্বশীল আওয়ামী লীগ নেতার আশীর্বাদপুষ্ট হয়ে মঙ্গলবার ঢাকার ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। এ প্রসঙ্গে দেওয়ান মো. রিপন বলেন, চারিগ্রাম ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে একসময় সবাই বিএনপি করত, আমিও বিএনপি করতাম। আরেকজন প্রার্থী আছেন সেও বিএনপি করতেন। এখন এমপি যাকে দেন সেই প্রার্থী হবেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ বলেন, রিপন দেওয়ান নব্য আওয়ামী লীগ এটা সত্য। তাকে দলে আনার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান দলে এনে পদ দিয়েছেন। তিনিই ভালো জানেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়