যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

তিতাসে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই সম্ভাব্য মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হান্নান মণ্ডল ইউসুফপুর গ্রামে মঙ্গলবার বিকেলে সভার আয়োজন করেন। সভা শেষে হান্নান মণ্ডলের চাচাতো ভাই মিজান (৬০) বাড়ি ফেরার পথে বর্তমান মেম্বার রাসেল মিয়ার সমর্থকরা তাকে মারধর করে। এ সময় মিজানের ডাক চিৎকার শুনে তার স্বজনরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হান্নান গ্রুপের মান্নান মণ্ডল বলেন, আমার চাচাতো ভাই মিজানকে রাস্তায় একা পেয়ে রাসেল মেম্বারের লোকজন মারধর করে। এদিকে রাসেল মেম্বার বলেন, ওমর ফারুক ও আলাউদ্দিন কড়িকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে জব্বর ফরাজির বাড়ির সামনে তাদের পথরোধ করে হান্নান, মান্নান ও আমির হোসেনসহ আরো ১০/১২ জন মিলে মারধর করে। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়