যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

তাইওয়ানি আকাশে চীনের বিমান মহড়া

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় এবার চীনের অর্ধশতাধিক যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এর আগে চীনা বিমানবাহিনীর এত যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা সীমানায় কখনো দেখা যায়নি। বেইজিংকে এমন ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বন্ধ করতে আহ্বান জানিয়েছে তাইওয়ান। খবর বিবিসির। গত ১ অক্টোবর নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমানায় চীনের ৩৮টি যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ তোলে তাইওয়ানের প্রতিরক্ষা সা¤প্রতিক এই উত্তেজনার পেছনে বেইজিংয়ের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য চীন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ মনে করে চীন। কিন্তু তাইওয়ান দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দাবি করে আসছে। চীনসংক্রান্ত তাইওয়ানের শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) গতকালের এ ঘটনার পর বেইজিংয়ের বিরুদ্ধে তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়