যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

‘আফগান স্নাতকরা কোনো কাজের নন’

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেছেন, গত ২০ বছরে আফগানিস্তানে যেসব তরুণ-তরুণী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তারা আদতে কোনো কাজের নন। তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই। গত মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে আবদুল বাকি হাক্কানি এমন মন্তব্য করেন। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবদুল বাকি হাক্কানি বলেন, গত দুই দশকে (২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত) আফগানিস্তানের তরুণ-তরুণীরা আধুনিক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। অথচ সেই শিক্ষা তারা কাজে লাগাতে শেখেননি। তারা পশ্চিমা-সমর্থিত সরকারের হয়ে লড়াই করেছেন। এর চেয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি কাজের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়