যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা : ওয়াসা ভবন থেকে বিষধর সাপ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কাওরানবাজারের ঢাকা ওয়াসার কেন্দ্রীয় অফিস থেকে বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহে এসব সাপ উদ্ধার করা হয় বলে ওয়াসা সূত্রে জানা গেছে।
এতে ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত এই ভবনে কীভাবে এসব সাপ ঢুকেছে তা নিয়ে খোদ ওয়াসার এক শ্রেণির ‘বঞ্চিত’ কর্মীদের দোষারোপ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে নারাজ।
ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো মেরে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের জানান, গত কয়েক দিনে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে।
কোথায় থেকে এগুলো এসেছে তা আমাদের জানা নেই। তবে সাপগুলো উদ্ধার হওয়ার পর ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়