বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকা

আগের সংবাদ

যে কারণে সাংসদদের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হয় না

পরের সংবাদ

সিরাজগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিসির মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অংকুর জিৎ সাহা নব, জেলা পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির নেতাসহ জেলার ৯টি উপজেলার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে এবারের পূজা স্বাস্থ্যবিধি মেনে শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালনের কথা জানান। এ বছর জেলায় মোট ৫৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়