বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকা

আগের সংবাদ

যে কারণে সাংসদদের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হয় না

পরের সংবাদ

বিজিবির কাছে এক বাংলাদেশিকে হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তের বিজিবির কাছে এক বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
জানা গেছে, গত সোমবার বিকালে আন্তর্জাতিক সীমানাপিলার ৯৬৫-এর ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের ধরলা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা রুহুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করে। আটককৃত রুহুল আমিন খুলনা জেলার কয়রা থানার তেতুল তলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের পুত্র। পরবর্তী সময় রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতকে পাথরডুবি বিজিবি ক্যাম্পের সুবেদার পরেশ চন্দ্র মণ্ডল ও সঙ্গীয় ফোর্সের কাছে হস্তান্তর করে। বিজিবি মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
গতকাল আটককৃতকে আদালতে পাঠানো হয়। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়