বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকা

আগের সংবাদ

যে কারণে সাংসদদের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হয় না

পরের সংবাদ

ওয়ান ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্স চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং এন্ড সেল্স মো. শফিকুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে ওয়ান ব্যাংক লিমিটেডের কার্ড হোল্ডাররা অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ রুটের টিকেট কেনার ক্ষেত্রে বেস ফেয়ারের ওপর ১০% ডিসকাউন্ট পাবেন।
এছাড়া ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা সারা বছরব্যাপী শূন্য শতাংশ ‘স্মার্ট ইএমআই’ এর আওতায় ৩ এবং ৬ মাসের সুদমুক্ত কিস্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের টিকেট ও হলিডে প্যাকেজ কেনার সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়