তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

রাসিক মেয়র : অর্জিত সাফল্য ধরে রাখতে চাই

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, করোনার মধ্যেও আমরা উন্নয়ন কাজ চলমান রেখেছি। পরিচ্ছন্নতা, বায়ু দূষণ রোধ, ইপিআই স্বাস্থ্যসেবা, জন্মনিবন্ধনসহ সব ক্ষেত্রে রাজশাহী এখন এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সেই সাফল্য ধরে রাখতে চাই। গতকাল সোমবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে নগরীর উন্নয়নকাজের অগ্রগতি বিষয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক মেয়র আরো বলেন, মহামারি করোনার বিভিন্ন বাধা অতিক্রম করে রাজশাহী নগরীর সব ধরনের উন্নয়নকাজ নতুন উদ্যমে শুরু হয়েছে। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত রয়েছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। তবে বর্ষায় কিছু সময় কাজে বিলম্ব হয়। সব পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে রাজশাহী মহানগরীর চলমান সব উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত করতে হবে। কাজের মান উন্নয়ন অক্ষুণ্ন রাখতে আন্তরিক হতে হবে সংশ্লিষ্ট সবাইকে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অ্যাডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ প্রমুখ।
সভায় প্রকৌশল বিভাগের সহকারী ও উপসহকারী প্রকৌশলীরা অংশ নিয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়