তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

রাণীনগরের ৮ ইউপি নির্বাচন : আ.লীগের ৩৬ নেতা মাঠে কেন্দ্রে তাকিয়ে বিএনপি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) থেকে : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার ৮টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নেমে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আর দলীয় মনোনয়ন পাবার ও সমর্থনের আশায় মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। এদিকে মাঠে নেই বিএনপি। বিএনপির নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশনার দিকে তাকিয়ে সাড়া পাবার অপেক্ষায় রয়েছেন তারা। এছাড়া জাতীয় পার্টিরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী মাঠে নেমেছেন। তবে অন্য কোনো দলের সম্ভাব্য প্রার্থীদের এখনো মাঠে দেখা যায়নি।
এদিকে এই উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উপজেলার ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের অনেক নেতারা মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ও সমর্থন চেয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাটিয়ে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা হলেন ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিনুল ইসলাম জনি, মরহুম গোলাম মোস্তাফার সহধর্মিণী চন্দনা সারমিন রুমকি। ২নং কাশিমপুর ইউনিয়নে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, কাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহীম আলী মণ্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুহুরী। ৩নং গোনা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী নেতা আবুল হাসনাত খাঁন হাসান, গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ শাহ্, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মেম্বার। ৪নং মিরাট ইউনিয়নে মিরাট ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আলম, হাফেজ জিয়াউর রহমান, মিরাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলম হোসেন মেম্বার। ৫নং বড়গাছা ইউনিয়নে বড়গাছা ইউপির বর্তমান চেয়ারম্যান শফিউল আলম শফু, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক মেম্বার, আওয়ামী লীগ নেতা তপছের আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম বেলাল। ৬নং কালীগ্রাম ইউনিয়নে কালীগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মণ্ডল, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সরকার বাবলু, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। ৭নং একডালা ইউনিয়নে একডালা ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, একডালা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের মেয়ে শাহিনুর মণ্ডল শাহী, যুবলীগ নেতা হারুন মোল্লা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু মুহুরী, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমান মেম্বার। ৮নং পারইল ইউনিয়নে পারইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সুজিত কুমার সাহা, পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, পারইল ইউপির সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাচ্চু।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, ইউপি নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্র ও জেলা কমিটির থেকে নির্দেশনা এসেছে। নির্দেশনা অনুযায়ী তালিকা পাঠানোর কাজ করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। উল্লেখ্য, রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৩২ জন। পুরুষ ভোটার ৭৬ হাজার ২০৭ জন আর নারী ভোটার ৭৫ হাজার ৫২৫ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়