তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

মুক্তি পাচ্ছে আলিয়ার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি নামটি শুনলে ষাটের দশকে মুম্বাইয়ের ডন-মাফিয়াদের বুকেও কাঁপন ধরত। তৎকালীন যৌনপল্লী কামাথিপুরার যৌনকর্মী ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অনেকের কাছে মুম্বাই মাফিয়া কুইন নামে পরিচিত ছিল। কথিত আছে, তার অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে সূর্যের আলো ঢোকাও নিষিদ্ধ ছিল। ৫০০ রুপির বিনিময়ে স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হওয়া সেই গাঙ্গুবাই একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দোর্দণ্ড প্রতাপশালী নেত্রী হিসেবে। তবে যৌনপল্লী থেকে রাজনীতিক হওয়ার যাত্রাটা সুখকর ছিল না তার। গাঙ্গুবাইয়ের জীবনকাহিনী নিয়ে লেখক হাসান জাইদির উপন্যাস ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় সিনেমাটির টিজার। এরপরই সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে আপত্তির কথা জানায় কাথিয়াওয়াড় জনগোষ্ঠীর মানুষ। এ নিয়ে গাঙ্গুবাইয়ের কথিত দত্তক পুত্র বাবু রাভজি শাহ মানহানির মামলাও করেন সঞ্জয় লীলা বানসালি ও আলিয়া ভাটের বিরুদ্ধে। তবে মামলার সেসব ঝামেলা পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী বছরের ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন আলিয়া। টিজার দেখেই অনেকে মনে করছেন, ‘পদ্মাবত’র পর বানসালির আরেক মাস্টারপিস ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। আর এটি হতে যাচ্ছে আলিয়া ভাটের এ পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়