তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভ্রাট

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়ায় সারাবিশ্বে এর ব্যবহারকারীরা বিভ্রাটে পড়েছেন। ফেসবুকের সমস্যার কারণে এই প্রতিষ্ঠানের অন্য সেবা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ব্যবহারকারীরা সেবা নিতে গিয়ে বিভ্রাটে পড়েন।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টেও সারাবিশ্বেই এমন বিভ্রাট দেখা দিয়েছে বলে খবরে জানিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে ‘এরর মেসেজ’ দেখতে পান। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিছুটা কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়