তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

পরিকল্পনা প্রতিমন্ত্রী : বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

টুঙ্গিপাড়া প্রতিনিধি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়নের কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের মাথাপিছু আয়, গড় আয়ু ও শিক্ষার হার বেড়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। রবিবার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলেন। সে রূপকল্প-২০২১ এ অনেক ঐতিহাসিক অভিলক্ষ্য তিনি স্থির করেছিলেন যেখানে দেশকে নিয়ে যাবেন।
২০১০ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশ হবে মধ্যম আয়ের দেশ। আমরা ২০১৫ সালে নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৩১ আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তিনি বলেছিলেন, স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হবো। সেটিও আমরা শর্ত পূরণ করেছি জাতিসংঘে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো সেটিও হয়েছি। আমাদের জীবনমান ও গড় আয়ু বাড়াব সেটিও বাড়িয়েছি। কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করছি। সব মিলিয়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় বিআরডিবি মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, বিআরডিপির উপপরিচালক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দিতে পিআরডিপি-৩ ভিডিসিএম ও ভিডিসি স্কিম এবং সিঙ্গিপাড়া বাজারে পিইপি ক্ষুদ্রঋণের মাধ্যমে স্বাবলম্বী সদস্যদের কর্মকাণ্ড পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়