তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

পতœীতলায় আগাম ধানের ফলনে খুশি কৃষক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : পতœীতলায় চলতি আমন মৌসুমে ব্রি ধান ৭৫ কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আগাম ধানে ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মৌসুমে ব্রি ধান ৭৫ অনেক চাষি চাষ করেছেন।
সম্প্রতি উপজেলার যদুবাটি মৌজায় প্রদর্শনী নমুনা শস্য কর্তনে বিঘাপ্রতি ২০ মণ হারে ফলন হয়েছে।
কৃষক ছানোয়ার হোসেন জানান, তিনি ওই মাটিতে রবিশস্য চাষ করবেন। আগাম ধানে ফলন ভালো হওয়ায় তিনি খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের ব্রি ধান ৭৫, ব্রি ৬২, ব্রি ৭১, বিনা ৭ ও বিনা ১৭সহ এক হাজার হেক্টর আগাম জাতের ধান চাষ হয়েছে।
এছাড়া স্বর্ণা ৫, ব্রি ধান ৩৪, দেশীয় চিনি আতবসহ মোট ২৭ হাজার ২শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এতে মোট ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২০০ টন।
কৃষক ছানোয়ার হোসেনের জমিতে রবিবার শস্য কর্তনে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুণ্ডু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়