তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

চট্টগ্রামে কাল শুরু হচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর বাছাইকৃত সেরা ৩২টি স্কুল দল নিয়ে আগামীকাল বুধবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে শুরু হচ্ছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে টুর্নামেন্টটির আয়োজন করছে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা।
গতকাল সোমবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও সিএমপির উপপুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান।
তিনি জানান, আগামীকাল বিকাল ৩টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।
সংবাদ সম্মেলনে বলা হয়, টুর্নামেন্টে নগরীর ৩২টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল। অংশগ্রহণকারী ৩২টি স্কুল আটটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে। এর মধ্যে প্রতি গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রতি গ্রুপের দুইটি করে ১৬টি দল প্রি কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহসভাপতি এস এম তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ইবায়দুর রহমান লুলু এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়