তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

গাজীপুরে মহাসড়কে দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত : বাসে অগ্নিসংযোগ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিক-জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। তিনি মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ বুলু জানান, দুপুরে মালেকের বাড়ি এলাকায় আলিফ ক্যাজুয়াল পোশাক কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহন নামে একটি বাস চাপায় আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা শ্যামলী পরিবহন বাসে আগুন দেয় ও ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে বাস মালিক ও কারখানার মালিক উভয়ের ক্ষতিপূরণের আশ্বাসে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়