তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : এভারটন এফ সি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এভারটন ফুটবল ক্লাব ইংল্যান্ডের একটি পেশাদার ফুটবল ক্লাব। লিভারপুল শহরের এ ক্লাবটি ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। এভারটন ইংলিশ লিগের প্রতিষ্ঠাকালীন সদস্য। তারা রেকর্ড ১১৮ বার ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে খেলছে। সব মিলিয়ে ইংলিশ ফুটবলের ১২২টি আসর হয়েছে। এর মধ্যে মাত্র চারবার এভারটন লিগে খেলতে পারেনি। যে মৌসুমগুলোতে তারা প্রিমিয়ার লিগে খেলতে পারেনি সে মৌসুমগুলো হলো ১৯৩০-৩১, ১৯৫১-৫২, ১৯৫২-৫৩ ও ১৯৫৩-৫৪। এভারটন এখন পর্যন্ত পাঁচবার ইংলিশ লিগের শিরোপা জয় করেছে। তাছাড়া পাঁচবার এফ এ কাপের শিরোপা, নয়বার চ্যারিটি শিল্ডের শিরোপা ও একবার উয়েফা কাপ উইনার্স কাপের শিরোপা জয় করেছে। এভারটন প্রতিষ্ঠিত হয় ১৮৭৮ সালে। তবে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের শিরোপা জয় করতে তাদের অপেক্ষা করতে হয়েছে একশ বছরেরও বেশি সময়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৯০-৯১ মৌসুমের শিরোপা জয় করে তারা। আর প্রথমবার শিরোপা জয়ের পরই একে একে অন্য সাফল্যগুলো পেয়েছে এভারটন। এভারটন ক্লাবের সমর্থকদের ডাকা হয় এভারটনিয়ান্স নামে। আর ক্লাবটিকে সমর্থকরা ডাকে ব্লুস নামে। এভারটনের প্রধান প্রতিদ্ব›দ্বী ক্লাব হলো লিভারপুল এফ সি। এভারটনের ঘরের মাঠ গডিসন পার্ক থেকে লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডের দূরত্ব মাত্র আধা কিলোমিটার। দুই দলের লড়াইকে লিভারপুল ডার্বি নামে ডাকা হয়। এভারটন তাদের ঘরের মাঠ গডিসন পার্কে আছে সেই ১৮৯২ সাল থেকে।
:: কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়