তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

কালীগঞ্জ : পাঠাগারে অর্ধলাখ টাকার বই দিল কেকেএস

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের প্রায় অর্ধলাখ টাকার বই দিল স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস)। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিকের হাতে দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই তুলে দেন সংগঠনের নেতারা।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ এড. যুগ্ম সাদারণ সম্পাদক সাংবাদিক রফিক সরকার, মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, সদস্য দুলাল মোড়ল প্রমুখ।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক সংগঠন হিসেবে স্থানীয় ক্ষেত্রে সরকারের সঙ্গে শিক্ষা নিয়ে কাজ করার কথা আমাদের। স্থানীয়ভাবে ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে নানাভাবে কাজ করছে সংগঠনটি।
জানা গেছে, ইউএনও মো. শিবলী সাদিকের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও স্থানীদের সহযোগিতায় গত বছরের মাঝামাঝি কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার তৈরির উদ্যোগ নেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটি এখন উদ্বোধনের অপেক্ষায়। খুব শিগগিরই পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়