তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

ঊর্ধ্বমুখী থাকবে পাম অয়েলের দাম

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী। আগামী বছরের মার্চ পর্যন্ত এমন ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। ভোজ্যতেলের বাজার বিশ্লেষক ও গোদরেজ ইন্টারন্যাশনালের পরিচালক দোরাব মিস্ত্রি এ তথ্য জানিয়েছেন।
ভোজ্যতেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দোরাব মিস্ত্রি বলেন, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রপ্তানিকারক ইন্দোনেশিয়া। দেশটি পাম অয়েলের রফতানি শুল্ক বৃদ্ধি করায় বাজারে প্রভাব পড়েছে। পাশাপাশি আগামী বছরের প্রথম দুই মাস পণ্যটির সরবরাহ সংকোচনের মুখে পড়তে পারে।
গতকাল গেøাবঅয়েল কনফারেন্সে দোরাব বলেন, পাম অয়েল সর্বাধিক ব্যবহৃত ভোজ্যতেল। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পণ্যটির দাম ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ রিঙ্গিতে অবস্থান করবে।
ব্লæমবার্গের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত পাম অয়েলের গড় ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৮ রিঙ্গিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়