গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব : শিল্পকলায় দ্বিতীয় দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়

আগের সংবাদ

জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার নেপথ্যে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা

পরের সংবাদ

মায়ের আগমনী

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মহালয়ার পুণ্যলগ্নে জাগো মা দুর্গা- জাগো ত্রিনয়নী,
শিউলি ঝরা শারদ আকাশে ভোরের আগমনী।

শিশির ভেজা ঘাসের ওপর তোমার নূপুরের রিনিঝিনি,
আকাশে-বাতাসে বেজে উঠেছে সু-মধুর মঙ্গল ধ্বনি।

তোমার জন্য ফুটেছে পদ্ম, বেলী, ফুটেছে জুঁই-কামিনী,
কাশফুলেরা মৃদু সমীরণ মাথা দোলায়ে করছে তোমায় প্রণমি।

তুমি আসছো বলে মাগো দিকে দিকে পড়ছে আনন্দের হাতছানি,
তোমার আগমনে নতুন রূপে নতুন সাজে সেজেছে ধরণী।

দিনে দিনে মাস পেরিয়ে বছরজুড়ে কেটেছে দিন-রজনী,
কৈলাস থেকে ধরাতে এবার এসো মা জগৎ জননী।

তুমি এসো মাগো সাথে করে নিয়ে জীবন সঞ্জীবনী,
তোমার কৃপায় স্তব্ধ হোক মহামারি, স্তব্ধ হোক জীবনহানী।

পৃথিবীতে আছে যত জরা, আছে যত হানাহানী,
তোমার দর্শনে দূর হোক সব অমঙ্গল ওগো মা- ভুবন মোহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়