গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব : শিল্পকলায় দ্বিতীয় দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়

আগের সংবাদ

জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার নেপথ্যে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাদকসহ আটক ২
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই এস এম জুবায়ের হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাতে দুজনকে আটক করেন। গতকাল রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা হলো- উপজেলার টাকাহুট সরকারপাড়া গ্রামের মো. আ. গফুর সরকারের ছেলে মো. শাহরিয়ার কবির সুজন এবং চেঁচুরিয়া গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে জুয়েল রানা। বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি সেলিম মালিক জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আলোচনা সভা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : দুমকি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গত শনিবার সকাল ১০টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরান, ভেটেরিনারি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, প্রেস ক্লাব দুমকির সভাপতি মো. জসীম উদ্দিন সুমন, অধ্যক্ষ মো. জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা। বক্তব্য রাখেন- কৃষক রাশেদুল ইসলাম, মৎস্যজীবী শাহীন হাওলাদার, দুগ্ধ খামারি আ. খালেক হাওলাদার প্রমুখ।
পানিতে পড়ে মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : হোসেনপুরে পানিতে পড়ে মিজান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাইছমা পদুরগাতি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আবুল হোসেনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, সে সবার অজান্তে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প
ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘আর্তমানবতার সেবায় আপনাদের পাশে আমরা আছি, থাকব’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সদর উপজেলার চিলারং ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর আয়োজনে গত শনিবার চিলারং এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের প্রায় দুই শতাধিক রোগীকে পর্যবেক্ষণের মাধ্যমে প্রেসক্রাইব করেন জেনারেল ফিজিশিয়ান এবং শিশু ক্যান্সারবিষয়ক চিকিৎসক ডা. সোনিয়া খানম (এ্যানি)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়