তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

স্টার্চের ওয়েফার দিয়ে শাড়ি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এক ঢিলে দুই পাখি। ভাবছেন কী সেটা? বলছি এমনই এক শাড়ির কথা যা আপনি সেজেগুজে বেড়াতে যেতে পরতে পারবেন আবার মিটাতে পারবেন ক্ষুধাও! মানে, খিদে কমাতে পারে আপনার পরনের শাড়ি। অবাক হবেন না, এমনই শাড়ি তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন কেরালের শিল্পী আনা এলিজাবেথ জর্জ। আনার তৈরি ‘কাসাভু’ ডিজাইনের এ শাড়ি সাড়ে পাঁচ মিটারের। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনের শাড়িটি তৈরি করেছেন তিনি। এই স্টার্চের ওয়েফার সাধারণ কেকেই ব্যবহার হয়। নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেছেন। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আনার এই ‘কাসাভু’ ট্রেন্ডের শাড়ি তৈরিতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়