তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মতবিনিময় সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার পারবাজারস্থ শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবনা তাক্ষী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ কুমার দাস, সহসভাপতি নন্দ দেবনাথ, যুগ্মসম্পাদক সুভাষ ভক্ত বাবুল, বাঁকড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল গাঙ্গুলি প্রমুখ।

মেধাবীদের বৃত্তি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জ উপজেলায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৃত্তি টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্না আল মাজি, সাধারণ সম্পাদক আবুল কালাম হৃদয় প্রমুখ।

পরিচিতি সভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটির পরিচিতি সভা এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঝামা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পরিচিতি সভা শেষে দায়িত্ব নেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদসহ সদস্যরা। পরে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে বিদ্যালয়ের সাবেক সভাপতি উপজেলার ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ইমরান হোসেন ও শিক্ষক প্রতিনিধি মো. জামাল উদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের কাছে দায়িত্ব বুঝে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়